Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিশ্ব মৃত্তিকা দিবস ২০১৮ পালিত
বিস্তারিত

বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষ্যে বগুড়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। আজ (৫ ডিসেম্বর, বুধবার) সকালে বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের নেতৃত্বে এক র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে শহরের বড়গোলা লালমাটি ঘাটে অবস্থিত আঞ্চলিক কৃষি সম্প্রসারণ কার্যালয়ের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষিবিদ শামসুল ওয়াদুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ কামাল উদ্দিন তালুকদার।

কৃষিবিদ আব্দুল হাকিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন  মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট,জেলা কার্যালয়,বগুড়ার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ শাহ্‌ মোঃ গোলাম মওলা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ শামসুজ্জোহা,কৃষিবিদ সারোয়ার জাহান।

বক্তারা বলেন, মানুষের জন্য হলো মাটি। মৃত্তিকা দুষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের দেশের কৃষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে তারা অল্প জমিতে বেশি ফসল উৎপাদন করতে গিয়ে কৃষি জমিতে অতিরিক্ত সার ব্যবহার করছে। এতে জমি তার উর্বরতা শক্তি হারিয়ে ফেলছে। এ ধরণের কার্যক্রম বন্ধ করতে পারলে জমি তার পূর্বের উর্বরতা শক্তি ফিরে পাবে। এজন্য কৃষকদের বেশি বেশি প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
05/12/2018
আর্কাইভ তারিখ
31/01/2019