Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাধারণ তথ্য

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বগুড়া-এর

 

কৌশলগত উদ্দেশ্য

 

১. কৃষি, ভূ-সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন ও সংরক্ষণ।
২. কৃষক সেবা
৩. ভূমি ও মৃত্তিকার যৌক্তিক ও লাভজনক ব্যবহার নিশ্চিতকরণে মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর
৪. সমস্যাক্লিষ্ট মৃত্তিকা ব্যবস্থাপনা

 

আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমূহ

 

১. বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন জোরদারকরণ
২. কার্যপদ্ধতি, কর্মপরিবেশ ও সেবার মানোন্নয়ন
৩. আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন
৪. জাতীয় শুদ্ধাচার কৌশল ও তথ্য অধিকার বাস্তবায়ন জোরদারকরণ

 

কার্যাবলি:

 

১.উপজেলাভিত্তিক আকাশচিত্র বিশ্লেষণ এবং আধা বিস্তারিত মাঠ জরিপের কাজ সম্পন্নকরণ।
২.কৃষি সম্প্রসারণ এবং গবেষণা কর্মীদের জন্য উপজেলাভিত্তিক মৃত্তিকা ও কৃষি উন্নয়নের সম্ভাবনা বিষয়ক একটি সহজবোধ্য উপজেলা নির্দেশিকা এবং ইউনিয়ন ভিত্তিক ভ‚মি, মৃত্তিকা এবং সার সুপারিশ সহায়িকা প্রণয়ন।
৩.সমস্যাক্লিষ্ট মাটি যথা- অম্লীয় (Acidic) মাটি ব্যবস্থাপনার জন্য গবেষণা কার্যক্রম পরিচালনা ও প্রতিবেদন প্রণয়ন।
৪.বিভিন্ন জরিপের মাধ্যমে সনাক্তকৃত মৃত্তিকার পারস্পরিক সম্পর্ক নির্ণয়, মৃত্তিকা ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন প্রকার মানচিত্র ও প্রতিবেদন প্রণয়ন।
৫.বিভিন্ন উপকারভোগী সংস্থার উন্নয়ন প্রকল্প এলাকা এবং গবেষণা খামারের বিস্তারিত/আধা-বিস্তারিত মৃত্তিকা জরিপ।
৬.মৃত্তিকার গুণাগুণ বিষয়ক তথ্য-উপাত্ত সঠিকভাবে ব্যবহারের জন্য বিভিন্ন স্তরের কৃষি সম্প্রসারণ কর্মী, গবেষণা কর্মী ও কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান।
৭.স্থায়ী ও ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারের (এমএসটিএল) এর মাধ্যমে কৃষকদের মাটির নমুনা পরীক্ষা করে বিশ্লেষণের ফলাফল ও ফসলের চাহিদা অনুযায়ী সুষম সার সুপারিশ কার্ড প্রদান।
৮.ইউডিসি (ইউনিয়ন ডিজিটাল সেন্টার)-এর মাধ্যমে মৃত্তিকা ঊর্বরতা বিষয়ক বিশাল তথ্য-উপাত্তের ভিত্তিতে বগুড়া অঞ্চলের চাহিদা অনুযায়ী ফসলের ডিজিটাল (অনলাইন/অফলাইন) সার সুপারিশ প্রদান।

 

অন্যান্যঃ

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট কর্তৃক প্রণীত উপজেলা নির্দেশিকাসমূহে সন্নিবেশিত মৃত্তিকার পুষ্টি উপাদানের মান নির্দেশক উপাত্তসমূহ ব্যবহার করে ইন্টারনেট প্রযুক্তিভিত্তিক  Online Fertilizer Recommendation Systems (OFRS) নামক একটি সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে, যার মাধ্যমে সুষম সার সুপারিশ সেবা প্রদান করা হচ্ছে। বগুড়া জেলার সবকটি উপজেলার জন্য এ কার্যক্রম চালু রয়েছে। জেলার যে কোন প্রান্তের একজন কৃষক জমি ও স্থানের কয়েকটি তথ্য দিয়ে মৃত্তিকা উর্বরতা মানের ভিত্তিতে তাঁর চাহিত ফসলের জন্য সুষম সার সুপারিশ পেতে পারেন। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ওয়েবসাইট wwwsrdi.gov.bd অথবা www.frs_bd.com এ প্রবেশ করে তথ্য প্রযুক্তি সেবার মধ্যে ‘অনলাইন সার সুপারিশ’ লিংকটিতে ক্লিক করার মাধ্যমে এ সার্ভিসের সুবিধা পাওয়া যাবে। এছাড়াও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (UDC) সহায়তায় উপকারভোগী তথা কৃষক পর্যায়ের ফসলের চাহিদা অনুযায়ী সার সুপারিশ  সেবা প্রদানের ব্যবস্থা রয়েছে যা মাঠ পর্যায়ে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং কৃষক পর্যায়ে সমাদৃত হয়েছে। অনলাইন ফার্টিলাইজার রিকমেন্ডেশন সিস্টেম প্রবর্তনের ফলে ধান ফসলের ফলন ১৫-২৫% এবং অন্যান্য ফসলের ফলন ১৫-২০% বৃদ্ধি পায়, সারের অপচয় হ্রাস পায়, ফসলের পুষ্টিমান বাড়ে এবং মাটির স্বাস্থ্য ভাল থাকে। উপজেলা নির্দেশিকা সময়োপযোগী করার জন্য নির্দেশিকার তথ্য-উপাত্তসমূহ হালনাগাদ করণের পাশাপাশি OFRS এ ব্যবহৃত ডাটাবেজে সংশ্লিষ্ট উপজেলার তথ্য-উপাত্ত নবায়ন কার্যক্রমও চলমান রয়েছে। ফলে OFRS এর ডাটাবেজে যখনই কোন উপজেলার মৃত্তিকার পুষ্টি উপাদানের বিশ্লেষিত ফলাফল নবায়ন হবে ইন্টারনেট প্রযুক্তির সহজলভ্যতার ভিত্তিতে ঐ উপজেলার কৃষক তথা উপকারভোগী সকলে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট ফসলের জন্য সার সুপারিশ গ্রহণ করতে সক্ষম হবেন। ইন্টারনেট ব্যবহারে প্রযুক্তিগত কোন ত্রুটি বিচ্যুতি দেখা দিলে OFRS এর সার সুপারিশ সেবা গ্রহণ করা সম্ভব হবে না। এ বিবেচনায় কৃষক ও উপকারভোগীদের নিকট সেবা সহজলভ্য রাখার জন্য ইন্টারনেট ভিত্তিক OFRS এর পাশাপাশি Desktop Fertilizer Recommendation System (DTFS) চালু করার লক্ষ্যে SRDI তে বর্তমানে অফ-লাইন ডিজিটাল সার সুপারিশ কর্মসূচী চলমান রয়েছে।