Wellcome to National Portal
Main Comtent Skiped

Innovation

১। ইনোভেশন টিমঃ 

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বগুড়ার ইনোভেশন টিমের সদস্যবৃন্দ নিম্নরুপঃ

 

ক্র: নং

নাম ও পদবী

টিমের গঠন

০১

শা্হ মোঃ গোলাম মওলা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা

আহবায়ক

০২

মোঃ শহিদুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা

সদস্য

০৩

মোঃ আমিনুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা

সদস্য

০৪

মোঃ খায়রুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা

সদস্য

০৫

মোঃ আব্দুল হাকিম, বৈজ্ঞানিক কর্মকর্তা

সদস্য

০৬

পার্থ কমল কুন্ডু, বৈজ্ঞানিক কর্মকর্তা

সদস্য

০৭

মোঃ আব্দুল আহাদ মন্ডল, বৈজ্ঞানিক কর্মকর্তা

সদস্য সচিব

২। মাটির ডাক্তারঃ

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত উপজেলা ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার ( উপজেলা নির্দেশিকা) এবং ভূমি, মাটি ও সার সুপারিশ (ইউনিয়ন সহায়িকা) এর তথ্য কৃষকের দোড়গড়ায় পৌছানোর লক্ষ্যে বগুড়া জেলা কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ শাহ মো. গোলাম মওলা কর্তৃক বগুড়া সদর উপজেলার ফাপোড় ইউনিয়নে মাটির ডাক্তার শিরোনামে মাটির স্বাস্থ্য সেবামূলক একটি কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে।এ কর্মসূচীর আওতায় সংশ্লিষ্ট এলাকার কৃষক বিনামূল্যে তার জমির মাটির গুণাগুণসহ চাষকৃত ফসলের সার সুপারিশ স্থানীয় একজন কৃষি উদ্যোক্তার কাছ থেকে  গ্রহণ করতে পারবেন। কৃষি উদ্যোক্তাকে সার্বিক সহযোগিতা করবে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের কর্মকর্তাগণ।