Wellcome to National Portal
Main Comtent Skiped

At a Glance

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) কৃষি মন্ত্রণালয়ের অধীন একটি সরকারী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি ১৯৬১ সনে ‘সয়েল সার্ভে প্রজেক্ট অব পাকিস্তান’ নামে যাত্রা শুরু করে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর ১৯৭২ সনে কৃষি মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠানটি ‘মৃত্তিকা জরিপ বিভাগ’ রূপে পরিচিতি লাভ করে এবং পরবর্তীতে 1983 সনে ‘মৃত্তিকা জরিপ বিভাগ’ পুনর্গঠন ও সম্প্রসারণ করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (Soil Resource Development Institute-SRDI) নামে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ১৯৭৯ সনে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) বগুড়া জেলা কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। কৃষক, কৃষিকর্মী ও কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মৃত্তিকা নমুনা বিশ্লেষণসহ বগুড়া অঞ্চলের মৃত্তিকা  গবেষণার কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে ২০০২ সনে আঞ্চলিক গবেষণাগার স্থাপিত হয়। এছাড়াও ২০০৮ সন থেকে মাঠ পর্যায়ে কৃষকের মৃত্তিকা নমুনা সরজমিনে পরীক্ষা করে রাসায়নিক বিশ্লেষিত ফলাফলের ভিত্তিতে সুষম মাত্রায় সার সুপারিশ করার লক্ষ্যে ‘করতোয়া’ নামে একটি ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগার (Mobile Soil Testing Laboratory-MSTL) রয়েছে । বর্তমানে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট কার্যালয়টি ছিলিমপুরস্থ জিয়া মেডিকেলের সামনে বগুড়া—ঢাকা মহাসড়কের পূর্বপার্শ্বে ২৪.৪৯ ডিগ্রী উত্তর অক্ষাংশে এবং ৮৯.২১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে এক একর জায়গার উপর অবস্থিত।